‘মোটা’ নারীকে গাড়িতে উঠতে না দেওয়ায় মামলা

শারীরিক ওজনের কারণে ‘চাকা ফেটে যাবে’; এমন অজুহাতে এক নারীকে গাড়িতে ওঠাননি চালক। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন ভুক্তভোগী। যুক্তরাষ্ট্রের মিশিগানে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়— মামলার নথি থেকে জানা গেছে, ইনফ্লুয়েন্সার ও রেপার ড্যাঙ্ক ডেমোস ‘লিফট’ নামের একটি রাইড শেয়ারিং কোম্পানির বিরুদ্ধে ওই মামলা করেন। কারণ, অতিরিক্ত মোটা হওয়ায় চালক ভাড়া করা ওই গাড়িতে তাকে উঠতে দেননি।

তখন চালকের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি বলেন, আমি এই গাড়িতে বসতে পারব। কিন্তু চালক তাকে পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘বিশ্বাস করুন, আপনার জায়গা হবে না। চাকা দুর্বল, ফেটে যাবে।’

ড্যাঙ্ক ডেমোস এমন অভিজ্ঞতার কথা জানিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি ভাইরাল হয় এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় অ্যাটর্নি জোনাথন মার্কো ফক্স নিউজ-টুকে বলেন—এই ঘটনাকে বৈষম্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। শারীরিক গঠনের কারণে একজন মানুষের সঙ্গে এই আচরণ করাটা অগ্রহণযোগ্য। আর একজন মানুষের ওজন এতটাও বেশি নয়, যে মিশিগানে চলা কোনো গাড়ি তা বহন করতে পারবে না। পুরো বিষয়টিই মনস্তাত্বিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top