পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেডিয়াম সংস্কার নিয়ে বড় শঙ্কা!

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা যেন কাটছেই না! নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়াম সংস্কার অসম্ভব বলে দাবি করেছে দেশটির শীর্ষ গণমাধ্যম ডন। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির তিন ভেন্যুর সংস্কার কাজ এখনো অসম্পূর্ণ, অথচ ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার শেষ সময়সীমা প্রায় ফুরিয়ে এসেছে।

বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ‘মাঠগুলোতে খেলা আয়োজন সম্ভব হবে, তবে বিশ্বমানের যে অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে,’ বলেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সংস্কারকাজে জড়িত এক প্রকৌশলী, বিলাল চোহান, ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘যন্ত্রপাতি আর প্রয়োজনীয় অনুমোদন পেতে আমাদের যে ভোগান্তি পোহাতে হয়েছে, তা হতাশাজনক।’ করাচি স্টেডিয়ামের নতুন ভবনের জন্য গুরুত্বপূর্ণ প্যানেলগুলো মাত্র গত রোববার বন্দরে ছাড়পত্র পেয়েছে, যার কারণে পুরো কাজেই বিলম্ব হয়েছে।

এদিকে, আইসিসি-তে টালমাটাল পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেছেন সংস্থাটির সিইও জিওফ অ্যালারডাইস। পাকিস্তানের প্রস্তুতি নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে ব্যর্থ হওয়াটাই তার পদত্যাগের পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

পিসিবি ইতোমধ্যেই ১২ বিলিয়ন পাকিস্তানি রুপি ব্যয় করেছে স্টেডিয়াম সংস্কারে, টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। তবে শেষ মুহূর্তের জটিলতা কাটিয়ে পাকিস্তান আদৌ প্রতিশ্রুত বিশ্বমানের ভেন্যু দাঁড় করাতে পারবে কি না, তা নিয়েই জেগেছে বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top