ডিপসিক ব্যবহারে মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা কেন?

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। বাহিনীটি তাদের সব পর্যায়ের কর্মীদের ই-মেইল করে এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সিএনবিসির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা এবং নীতিগত উদ্বেগের কারণে মার্কিন নৌবাহিনী তাদের কর্মীদের চীনের ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে একটি ই-মেইল গত শুক্রবার থেকে নৌবাহিনীর সদস্যদের কাছে পাঠানো হচ্ছে। ওই ই-মেইলে সতর্ক করে বলা হয়েছে, ডিপসিকের এআই কোনো অবস্থাতেই ব্যবহার করা উচিত নয়। কারণ, মডেলের উৎপত্তি এবং ব্যবহারের সাথে সম্পর্কিত সম্ভাব্য নিরাপত্তা এবং নীতিগত উদ্বেগ রয়েছে।

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র ই-মেইলের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বার্তাটি নৌবাহিনীর প্রধান তথ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হচ্ছে। এতে সতর্কীকরণে জোর দেওয়া হয়েছে। ডিপসিকের এআই কোনো অফিসিয়াল কাজের সাথে সম্পর্কিত ক্ষেত্রে বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা উচিত নয়। এ বার্তা নেভির সব পর্যায়ের কর্মীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশটি গুরুত্বের সঙ্গে পালনেরও তাগিদ দেওয়া হয় ই-মেইলটিতে।

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ডিপসিক দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে প্রতিষ্ঠা হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ছাড়া হয়।

অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিকের ওয়েবসাইট থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। স্বল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরে ডাউনলোডের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে এটি সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে।

এদিকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল কাঁপিয়ে দিয়েছে মার্কিন শেয়ার বাজার। এআই মডেলটির উত্থানে ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়েছে। শেয়ারের দর হারিয়ে টালটাতাল এনভিডিয়ারের মতো মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিবিসি ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার মতো প্রধান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম ব্যাপক হারে কমেছে। চিপ জায়ান্টটির বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এমনকি ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির মতো প্রতিযোগীদের তুলনায় সামান্য খরচে আর-১ মডেলের চ্যাটবট তৈরি করা ডিপসিকের উত্থানের ফলে সোমবার শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সূচক থেকে ১ ট্রিলিয়ন ডলার মূল্য কমে গেছে।

এ ডিপসিক প্রযুক্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি চীনা কোম্পানি ডিপসিকের উত্থানকে মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের ঘটনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্যমে কাজ করার ডাক দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top