নতুন কর্মসূচি দিলেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা

দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে এ কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ‘ভিকটিম পুলিশ পরিবারে’র মুখপাত্র তৌহিদ হোসেন।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ করবেন চাকরিচ্যুত সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি ঘোষণার সময় মুখপাত্র তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘসময় ধরে আন্দোলন করেছি। যেহেতু আমাদের স্যাররা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন। এখন আমাদের আন্দোলন চালাতে হবে। আর আমরা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করব না। আগামী সকাল ৯টায় আপনারা পুলিশ হেড কোয়ার্টারের সামনে অবস্থান করবেন। পরিবার-পরিজন সবাইকে নিয়ে অবস্থান করবেন। আমরা এখান থেকেই দাবি আদায় করে নিজেদের পোশাক নিয়ে ফিরব।’

এদিকে বৃহস্পতিবার হেড কোয়ার্টারে অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কথা জানান সংগঠনের অনেকে। প্রয়োজনে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করার কথাও জানিয়েছেন সাবেক সদস্যরা।

ভিকটিম পুলিশ পরিবারের সমন্বয়ক সাবেক এ এস আই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকালে এখানে অবস্থান করব। আমাদের দাবি আদায় না হলে আমরা সচিবালয়ে যাব। সেখানে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলব। অন্যথায় আমাদের মৃত্যু ছাড়া উপায় নাই।’

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন।

এর আগে গত বছরের ১৮ আগস্ট চাকরি ফিরে পেতে আন্দোলন করেন তারা। সে সময় চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top