সহজ জয়ে কোয়ালিফায়ারে তামিমরা |

ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমানরা। ফরচুন বরিশালের বোলিং তোপে টুর্নামেন্টের এই আসরের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে থেমেছে যায় তারা। ছোট লক্ষ্য পেয়ে রীতিমতো তাণ্ডব চালান তামিম ইকবালরা। ৮২ বল বাকি রেখেই দলকে জয় এনে দেন তারা। এতেই প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে বরিশাল। ১১ ম্যাচের মধ্যে ৯টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার (২৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ঢাকা ক্যাপিটাল। দলের ১১জন মিলে ব্যাটিং করেও নির্ধারিত ওভার পর্যন্ত টিকতে পারেনি। ১৫.৩ ওভারে তারা থেমেছে ৭৩ রানে। জবাবে ৯ উইকেট রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। তামিমদের হয়ে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ নবি, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ। তিনজনই নেন তিনটি করে ৯ উইকেট।

ঢাকার ব্যাটিংয়ে সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক থিসারা পেরেরা। এ ছাড়াও দুই অঙ্ক ছুঁতে পেরেছেন লিটন ও রনসফোর্ড বেটন। দলটির কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন অনেকে। সহজ ম্যাচে রান তাড়ায় দাপুটে শুরু পায় বরিশাল। তবে উদ্বোধনী জুটিতে এবারও ব্যাটিং করতে এসে ব্যর্থ তাওহীদ হৃদয়। ৯ বলে ১৫ রানের ইনিংসে থামেন তিনি। তিনে নামা ডেভিড মালানকে সঙ্গী করে দলকে দ্রুতই জয়ের পথে এগিয়ে নেন তামিম। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে পাওয়ার প্লে শেষ করেই জয় তুলে নেয় বরিশাল। ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত ছিলেন তামিম। মালান খেলেন ১৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top