গলে স্মিথ-খাজার ব্যাটে চড়ে অস্ট্রেলিয়ার দাপট

গলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনটিতে যেন একচ্ছত্র আধিপত্য দেখালেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। শ্রীলঙ্কার বোলারদের হতাশায় ডুবিয়ে খাজার অপরাজিত ১৪৭* ও স্মিথের অপরাজিত ১০৪* রানে ভর করে শক্ত অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে ট্র্যাভিস হেডের ৩৫ বলে দৃষ্টিনন্দন হাফ-সেঞ্চুরির পর এই দুই ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্স শ্রীলঙ্কাকে আরও কোণঠাসা করে দেয়। প্রথম দিন শেষে ৩৩০/২ স্কোরবোর্ডে তুলে নিয়েছে সফরকারীরা।

প্রথম দুই সেশনেই শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন খাজা ও স্মিথ। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। স্পিনাররা লেগ-স্টাম্পের বাইরে টানা বল করে ভুলের আশায় বসে থাকলেও, স্মিথ নির্ভারভাবে বলগুলো প্যাড করে বের করে দিচ্ছিলেন। খাজার স্লগ-সুইপ একবার বাউন্ডারির কাছাকাছি ক্যাচ হয়ে গেলেও সেটি নিরাপদেই পড়ে যায়।

একসময় অস্ট্রেলিয়ার রান প্রবাহও ধীর হয়ে যায়, ১০০ বলেরও বেশি সময় তারা কোনো বাউন্ডারি পায়নি। তবে ৭৫তম ওভারে স্মিথ কাভার ড্রাইভ করে তিন রান নিয়ে তার ৩৫তম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন। নতুন বল নেওয়ার এক ওভার পরই বৃষ্টি নামে, যার ফলে দিনের খেলা আগেভাগেই সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে দিনের শুরুতে ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিং প্রথম ঘণ্টাতেই ম্যাচের গতি বদলে দেয়। প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল করেন তিনি। শ্রীলঙ্কা রিভিউ না নেওয়ায় ২৩ রানে একবার বেঁচে যান, যেখানে রিপ্লেতে দেখা যায় তিনটি লাল সংকেতই ছিল! তবে শেষ পর্যন্ত ৪০ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

খাজা ধীরস্থির ব্যাটিংয়ে ৫০ রান পূর্ণ করেন, তবে এরপরই ক্যাচ দিয়েও বেঁচে যান। লাঞ্চের আগে লাবুশেন মাত্র ২ রানের জন্য ব্যর্থ হন, দনাঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু পরের ওভারেই স্মিথের গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেন প্রভাত জয়সুরিয়া, তখন স্মিথের রান ছিল মাত্র ১!

দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার বাজে ফিল্ডিং ও ভুল সিদ্ধান্ত আরও বেশি চোখে পড়ে। স্মিথ সুযোগ বুঝে এগিয়ে এসে ছক্কা হাঁকান জয়সুরিয়ার বলে। খোয়াজা ৭৪ রানে থাকা অবস্থায় উইকেটরক্ষককে হালকা টাচ করা ক্যাচ দিয়েছিলেন, কিন্তু স্বাগতিকরা রিভিউ না নেওয়ায় সেটিও হাতছাড়া হয়।

স্মিথ এরপরও প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যাট চালান। ভান্দারসের অফ-লাইন বলগুলোকে সীমানার বাইরে পাঠাতে ভুল করেননি তিনি। জয়সুরিয়ার ওপরেও দাপট দেখিয়ে মিড-উইকেটের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান। অন্যদিকে খোয়াজা তার সিগনেচার শট—রিভার্স সুইপ ও এক্সট্রা কভার ড্রাইভে চার মেরে দ্রুত নাইন্টিজে পৌঁছে যান।

শ্রীলঙ্কার একের পর এক সুযোগ হাতছাড়ার দিনে খাজা তার সেঞ্চুরি উদযাপন করেন ফাইন লেগে সুইপ করে চার মেরে। অন্যপ্রান্তে স্মিথও নির্ভারভাবে তার ১০৪* রান নিয়ে দিন শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৩৩০/২ (উসমান খাজা ১৪৭*, স্টিভ স্মিথ ১০৪*, ট্র্যাভিস হেড ৫৭; জেফরি ভান্দারসে ১-৯৩, প্রভাত জয়সুরিয়া ১-১০২) বনাম শ্রীলঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top